Connect with us

দিনাজপুর

বিরামপুরে আওয়ামীলীগের কর্মীসভা

Published

on

Birampur  News  (1)শাহ্ আলম মন্ডল, বিরামপুর: দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর শাখা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বেলা ১১ টায় ঢাকা মোড়ে ১নং রাইচমিল চত্বরে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী অধ্যাপক আক্কাস আলীর পরাজয়ের কারণ বিশ্লেষণে এ কর্মীসভা আহবান করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যাপক আক্কাস আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ চৌধুরী, নাড়– গোপাল কুন্ডু, শিবেষ কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ্ , পৌর আওয়ামীলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান আবু মেম্বার, কিছওয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার ডা: ওবায়দুল মিনহাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলম হোসেন, পৌর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিম আনছারী, যুগ্ম আহবায়ক মেজবাউল ইসলাম মেজবা প্রমুখ।
সভায় বক্তারা সদ্য সমাপ্ত বিরামপুর পৌর নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থীর পরাজয়ের জন্য দিনাজপুর -৬ আসনের আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য শিবলী সাদিককে দায়ী করে বলেন, আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর নারিকেল গাছ প্রতিক-কে বিজয়ী করার জন্য এমপি শিবলী সাদিক কাজ করায়, সম্ভাবনা থাকা সত্তে¡ও নৌকা প্রতিকের মেয়র প্রার্থীর পরাজয় ঘটেছে। এ কারণে বিরামপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এমপি শিবলী সাদিকের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় নেতৃবৃন্দ এমপি শিবলী সাদিক সহ স্থানীয় যেসব আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৌর নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থীর বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দলীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান। উলে­খ্য, গত ৩০ ডিসেম্বর বিরামপুর পৌর নির্বাচনে নারিকেল গাছ প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুলের নিকট নৌকা প্রতিকের মেয়র প্রার্থী অধ্যাপক আক্কাস আলী অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *