Connect with us

আন্তর্জাতিক

ইসলামি জঙ্গিবাদ ঠেকাতে ওয়েবসাইট খুলছে ব্রিটেন

Published

on

uk_muslim_640x360_bbc_nocredit

অনলাইন ডেস্ক: ব্রিটেনে মুসলিম কিশোর তরুণদের মধ্যে জঙ্গিবাদের বিস্তার ঠেকাতে সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। জঙ্গিবাদের প্রতি কিশোর তরুণরা আকৃষ্ট হচ্ছে কিনা তা বোঝার জন্য স্কুল এবং অভিভাবকদের জন্য নানা পরামর্শ থাকবে সেখানে।
ইঙ্গিত পেলে কি করতে হবে সে সম্পর্কেও পরামর্শ থাকবে ঐ সাইটে।
‘এডুকেট এগেইনস্ট হেট’ অর্থাৎ ঘৃণার বিরুদ্ধে শিক্ষা নামে এই সাইট চালুর ঘোষণা আসবে লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত বেথনাল গ্রিন এলাকার একটি স্কুল থেকে।
বেথনাল গ্রিন একাডেমী নামে এই স্কুল থেকেই গত বছর তিনজন মুসলিম শিক্ষার্থী সিরিয়ায় আইএসে যোগ সিরিয়ায় দিতে পালিয়ে যায়। ঐ তিন কিশোরীর দুজনই ছিল বাংলাদেশি বংশোদ্ভূত।
ব্রিটিশ শিক্ষা মন্ত্রী সিকি মর্গান বিবিসিকে বলেছেন, “কট্টর মনোভাব যাতে নিরপরাধ মনকে কলুষিত করতে না পারে – সে লক্ষ্যেই এই পদক্ষেপ।”
মন্ত্রী বলেন, সরকার স্কুলে “বিতর্ক নিষিদ্ধ করছি না অথবা কিশোর তরুণদের সুতো দিয়ে পেঁচিয়ে ফেলছি না।”
“কিন্তু যারা স্কুল কলেজের ক্যাম্পাসে কট্টরপন্থার আদর্শ ছড়ায়, তাদের ঠেকাতেই হবে।”
ব্রিটেনের শিশুদের সুরক্ষার নিয়োজিত শীর্ষ প্রতিষ্ঠান এনএসপিসিসি’র কর্মকর্তা পিটার ওয়ানলেস বলছেন, প্রতিদিন অনেক উদ্বিগ্ন বাবা-বা এবং এমনকি শিশুরাও কট্টরপন্থার হুমকি নিয়ে তাদের সাথে যোগাযোগ করছেন।
স্কুল কলেজে বোরকা পরা নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা — বিবিসির এই প্রশ্নে শিক্ষা মন্ত্রী নিকি মর্গান বলেন, “কে কি পরবে, তা নিয়ে সরকার মাথা ঘামাবে না।”
“শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোড সংশ্লিষ্ট স্কুল কলেজের এখতিয়ার।”
তবে মন্ত্রী বলেন, যথাযথ অনুমোদন ছাড়া ধর্ম শিক্ষার কোনও প্রতিষ্ঠান চলতে দেয়া হবেনা।
ব্রিটেন থেকে কয়েকশ মুসলিম তরুণ তরুণী তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় চলে গেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *