Connect with us

জাতীয়

সীমান্তে আরও ৫৪৯ কিলোমিটার বেড়া দিতে চায় ভারত

Published

on

image_6654.india-bangladesh-borderদক্ষিণবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ওই এলাকায় আরও ৫৪৯ কিলোমিটার একালায় কাঁটাতারের বেড়া দিতে চায় ভারত। সীমান্তে নতুন করে বেড়া দিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফের বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে সীমান্তে বেড়া দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সরকারের কাছে বেশ কয়েকবার অনুরোধ জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এই প্রকল্পের জন্য কোনো সাড়া পাওয়া যায়নি।

দেশটির এই আধাসামারিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি সন্দীপ সালুনকি জানান, পশ্চিমবঙ্গের সচিব সঞ্জয় মিত্রের কাছে গত বছর জরুরি ব্যবস্থায় ভূমি অধিগ্রহণ আইন-২০১৩ এর অধীনে চিঠি পাঠানো হয়েছিল। ১০ মাস পার হলেও বিএসএফ ওই চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি।

তিনি জানান, দক্ষিণবঙ্গের ৯১৫ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩৬৬ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া আছে। বাকিটা এখনও উন্মুক্ত।

বিএসএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাষ্ট্রের জমি অধিগ্রহণের কোনো ক্ষমতা বিএসএফের নেই। বিএসএফ সদর দপ্তরে এ বিষয়ে নোটিশ করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *