Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে কোমলমতি শিশুরা

Published

on

school_12রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ: কর্তৃপক্ষের উদাসীনতা আর গাফিলতির ফলে দিনাজপুরের নবাবগঞ্জ ২ নং বিনোদনগর ইউনিয়নের নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামত না হওয়ায় ভবনটি ব্যবহারে অযোগ্য হয়ে পড়লেও বাধ্য হয়ে কোমলমতি শিশুরা জীবনের ঝুকি নিয়ে ক্লাস করছে। উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস সহ এ প্রতিবেদক সরেজমিনে গেলে প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক জানান, ১৯৪১ সালে বিদ্যালয়টি স্থাপিত হয় । ১৯৯৫-৯৬ অর্থ বছরে ইসলামী ব্যাংকের অর্থায়নে তিন কক্ষবিশিষ্ট ঘর নির্মাণ করা হয়। দেখা গেছে ঘরের বিভিন্ন দেয়ালে প্লাস্টার খসে গেছে। ছাদের প্লাস্টারের অংশ একাধিক স্থানে পড়ে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দরজা-জানালা ভেঙ্গে গেছে। সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান ও শিক্ষিকা হুরে জান্নাত জানান, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন না থাকায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। তাৎক্ষণিক ভবনের জরাজীর্ণ অবস্থা দেখে উপজেলা প্রকৌশলী জানান, বিদ্যালয়ের ভবন সংস্কার ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপনে তিনি কর্তৃপক্ষকে জানাবেন। এলাকার অভিভাবকেরা নতুন ভবন নির্মাণের দাবি জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *