Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

Published

on

Nobabgonj News  16 01 2016রুহুল আমিন, নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জে শনিবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বারটান এর অবকাঠামো নির্মাণ কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় উপ-সহকারি কৃষি কর্মকর্তা, হাইস্কুলের শিক্ষক, এনজিও নির্বাহীদের নিয়ে ১৬ থেকে ১৮ জানুয়ারী পর্যন্ত ৩ দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ সকাল ১০ টায় উপজেলা হলরুম মিলনায়তনে শুরু হয়েছে। বারটান এর গবেষণা সহকারি এম শফিউল আলম জানান, এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পুষ্টি খাদ্যে স্বনির্ভর দেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে। শাক-সবজি, ফলমূল, মাছ-মাংস যা উৎপাদন করে পুষ্টিভিত্তিক ফসল উৎপাদনে সৃষ্টি করবে নতুন পদক্ষেপ। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ নিয়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের মাঝে, প্রতিষ্ঠানের শিক্ষকেরা ছাত্র-ছাত্রীদের ও এনজিও প্রতিনিধিরা বিভিন্নভাবে খাদ্য পুষ্টি বিষয়ে জনসাধারণকে অবহিত করবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *