Connect with us

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি প্রিন্সের সাক্ষাত

Published

on

Pmsmপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষা‍ৎ করেছেন ঢাকা সফররত সৌদি যুবরাজ তুর্কি বিন আব্দুল্লাহ ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে দুইদিনের সফরে ঢাকা আসেন তারা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে আরো সৌদি বিনিয়োগ ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থে অন্যান্য ক্ষেত্রেও অর্থনৈতিক সহযোগিতার উপায় খুঁজে বের করতে হবে।
এ সময় তার ভাই প্রিন্স বদর বিন আবদুল্লাহ এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী আল-মাদানিও ছিলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে।
শেখ হাসিনা বাদশাহ আবদুল্লাহ মানবিক ও দাতব্য ফাউন্ডেশন পরিচালিত ‘ফায়েল খায়ের’ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। সৌদি প্রিন্স এই কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের জরুরি আশ্রয়ের জন্য দীর্ঘ মেয়াদী সহায়তা দেয়া হচ্ছে।
বৈঠকে সৌদি প্রিন্স বিভিন্ন খাতে বাংলাদেশের চমৎকার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং অর্থনৈতিক খাতে সহযোগিতা করতে সৌদি আরবের আগ্রহের কথা জানান।
আইডিবি প্রেসিডেন্ট জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫০ শতাংশ বজায় রাখায় বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে আইডিবির কাজ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
জবাবে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত অর্থবছরে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫০ শতাংশ অর্জন করেছে। এ বছর তা ৭ শতাংশে পৌঁছবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
এসময় প্রধানমন্ত্রী মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, ইআরডি’র সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশি উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *