Connect with us

দেশজুড়ে

কাউনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত

Published

on

মিজান কাউনিয়া: ঈদ মানে খুশির জোয়ার অনাবিল আনন্দ। ফিতরের এক অর্থ ভঙ্গ করা। রোজার সমাপ্তি শেষে আনন্দ অর্থাৎ দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, তারাবির নামাজ, ফিতরা-যাকাত আদায়ের পর মুসলিম উম্মাহ রোজা ভঙ্গ করে মহান আল্লাহ তালার বিশেষ নিয়ামতের শুকরিয়া আদায়ে যে আনন্দ উৎসবে মেতে উঠেন তাই ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর বিশ্ব ব্যাপি মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব।

সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয়েছে। উক্ত নামাজে ইমামতি করেন বাংলাদেশ বেতারের ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা মুফতি আবু সাঈদ মো. আব্দুল ফাত্তাহ ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এক বাণীতে বলেন “ধর্ম যারযার উৎসব সবার” কাউনিয়া বাসীকে জানাই আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা। দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি অগ্রগতি কল্যান এবং সমৃদ্ধি কামনা করছি। হিংসা বিদ্বেষ, লোভ ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এবং মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করি। পবিত্র ঈদুল ফিতর হয়ে উঠুক সবার জন্য আনন্দ ময়। তিনি আরো জানান, এবার উপজেলায় প্রায় ১শত জামাতে একযোগে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সফিকুল আলম সফি। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কয়েকটি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উৎসব মূখর পরিবেশে ঈদ মেলা, নৌকা বাইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *