Connect with us

আন্তর্জাতিক

তুরস্কে বন্ধ হলো টুইটার, ইউটিউব

Published

on

াররররআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে বন্ধ হলো টুইটার ও ইউটিউব। সোমবার আদালতের এক আদেশের পর সামাজিক যোগাযোগের এই দুই মাধ্যম বন্ধ করে দেয় দেশটির সরকার।

গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলের আদালতে একজন আইনজীবীকে জিম্মি করার ঘটনা নিয়ে ভয়ঙ্কর সব ছবি টুইটার ও ইউটিউবে প্রকাশ পায়। বিষয়টি সন্ত্রাসীদের উসকে দেওয়ার শামিল। এই অপরাধে টুইটার ও ইউটিউব বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আদালত।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ডিএইচকেপি-সি নামের নিষিদ্ধ রাজনৈতিক দলের দুই সদস্য ইস্তাম্বুলের কেন্দ্রীয় কারাগারে গত সপ্তাহে এক আইনজীবীকে অস্ত্রের মুখে জিম্মি করে। ২০১৩ সালে ডিএইচকেপি-সির সরকারবিরোধী বিক্ষোভের সময় নিহত হওয়া এক তরুণের মৃত্যুর বিষয়ে তদন্ত করছিলেন ওই আইনজীবী। এ কারণে তাকে জিম্মি করে নিষিদ্ধঘোষিত দলের রাজনৈতিক কর্মীরা।

আইনজীবীকে উদ্ধারে আদালত ভবনে অভিযান চালানোর সময় নিহত হয় ডিএইচকেপি-সির জিম্মিকারী দুই সদস্য। আইনজীবীকে তারা হত্যা করে। এই সম্পূর্ণ ঘটনা নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে টুইটার ও ইউটিউব। আদালতের মনে করেন, এসব ছবি ও ভিডিও ডিএইচকেপি-সিকে সন্ত্রাসী কর্মকান্ডে উদ্বুদ্ধ করেছে।

উল্লেখ্য, ডিএইচকেপি-সিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *