Connect with us

জাতীয়

সমৃদ্ধ বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়তে হবে : সজীব ওয়াজেদ জয়

Published

on

images (3)নিজস্ব প্রতিনিধি:  প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার অংশ হিসেবে আইসিটি ভিত্তিক ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, ‘আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন রয়েছে। এ জন্য আমরা প্রযুক্তিগতভাবে অগ্রসরমান দেশ গড়তে আইসিটি জ্ঞানসমৃদ্ধ জনশক্তি গড়ে তুলতে আইসিটিভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছি।’

তিনি আজ এখানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

আইসিটি বিভাগের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান, আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এ ছাড়া এতে বিভিন্ন সরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যাংকার, আইটি বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জয় বলেন, আমি আমাদের তরুণ প্রজন্মের মাঝে বিপুল সম্ভাবনা দেখছি। তাদের মেধা বিকাশের জন্য তাদের যথাযথ শিক্ষা ও আইসিটি অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে হবে।

মার্ক জুকারবার্গের ফেসবুক উদ্ভাবনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মও অনুরূপ মেধার স্বাক্ষর রাখছে। পর্যাপ্ত সুযোগ সুিবধার ব্যবস্থা করা হলে এ দেশের তরুণরাও আইসিটি ক্ষেত্রে এ ধরনের জনপ্রিয় উদ্ভাবনীতে সক্ষম হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *