Connect with us

গাইবান্ধা

সুন্দরগঞ্জে সরকারের বিনা মূল্যের বই বিক্রি করার অপরাধে অধ্যক্ষ ও ক্রেতার বিরুদ্ধে মামলা

Published

on

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারের বিনা মূল্যের সরকারি বই বিক্রি করার অপরাধে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন (৪৫) ও ক্রেতা আক্কাছ আলির (৫৫) বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে এ মামলা দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল। আনোয়ার হোসেন উপজেলা শিবরাম আলহাজ্ব মোঃ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। ক্রেতা আক্কাছ আলি পৌর সভার রামডাকুয়া গ্রামের মৃত আঃ ছাত্তার মিয়ার ছেলে।
মামলার বিবরণ ও তথ্যে জানা যায়, ঘটনার দিন সন্ধায় মোবাইল ফোনে সরকারের বিনা মূল্যের বই বিক্রির সংবাদ পেয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার ওই প্রতিষ্ঠানে পুলিশ ফোর্সসহ যাওয়ার পথে ছাইতানতোলা বাজারের মোড়ে বইয়ের স্তুপ দেখতে পায়। বইগুলো স্থানীয় জনতা আটক করে রেখেছিল। পরে বইগুলো থানায় নেয়া হয়। তাতে ২০১৭ সালের নতুন বই ১০৬ কপি এবং ২০১৬ সালের পুরাতন বই ৩৮৫০ কপি মিলে মোট ৩৯৫৬ কপি সরকারি বই জব্দ করা হয়। পরে এ ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন ও ক্রেতা আক্কাছ আলিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন মাধ্যমিক শিক্ষা অফিসার। আনোয়ার হোসেন বই বিক্রয়ের কথা স্বীকার করে জানান, সামনে পরীক্ষা থাকায় রুম ফাঁকা করতে এ সিদ্ধান্ত নেয়া হয়। সরকারি বই বিক্রির কোন সরকারি নির্দেশনা নেই বলে জানান মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি ধরতে পুলিশ তৎপর রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *