Connect with us

গাইবান্ধা

গাইবান্ধার ৭ ইউপি’র নির্বাচনী ফলাফল

Published

on

গাইবান্ধাগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে তৃতীয় দফায় ৭টি ইউনিয়নের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। রাতে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গাইবান্ধার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মোমিন খান ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ২টি, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) ১টি, বিএনপি ১টি, জাসদ ১টি, জামায়াত (স্বতন্ত্র) ১টি ও স্বতন্ত্র ১টি পদ লাভ করে।
বেসরকারি ফলাফলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে (আ.লীগ) মনোনীত মো. আমিনুর জামান রিংকু ৬ হাজার ৫৭৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির এ.এফ.এন আনজুনুর জামান ডিজু বকশি পেয়েছেন ৫ হাজার ৫শ’ ৫৭ ভোট।
গিদারী ইউনিয়নে (আ.লীগ) মনোনীত মো. হারুনুর রশীদ ইদু ৭ হাজার ৩শ’ ৯ ভোট পেয়ে নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী আরিফুর রহমান সরকার (জাতীয় পার্টি) পেয়েছেন ৪ হাজার ৪শ’ ২৯ ভোট। লক্ষ্মীপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. মোস্তাফিজার রহমান বাদল ৬ হাজার ৭শ’ ১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী (স্বতন্ত্র) আবুল কালাম আজাদ পেয়েছেন ৫ হাজার ৯৭ ভোট। খোলাহাটি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী শেখ সামাদ আজাদ ৬ হাজার ৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের (বিদ্রোহী) মাসুম হক্কানি পেয়েছেন ৫ হাজার ৬শ’ ১ ভোট। কামারজানি ইউনিয়নে জাসদ মনোনীত প্রার্থী মো. আবদুস ছালাম ৩ হাজার ১শ’ ৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী (জাতীয় পার্টির) সোলায়মান ইসলাম পেয়েছেন ২ হাজার ৪শ’১২ ভোট। মোল¬ারচর ইউনিয়নে জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী মো. আবদুল হাই মন্ডল ৩ হাজার ৭৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত সাইদুজ্জামান পেয়েছেন ২ হাজার ১শ’ ৬৬ ভোট। মালিবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলী আযম শাহ রনু ৪ হাজার ৬শ’ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী (স্বতন্ত্র) প্রার্থী সৈয়দ মো. রাসেল পেয়েছেন ৪ হাজার ৩শ’ ৪২ ভোট।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *