Connect with us

দেশজুড়ে

চুনারুঘাটে সৈয়দ দরবেশ শাহ (রঃ) মাজারের ১৪৪ ধারা মিস মামলার রায়

Published

on

court BDPএম.এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রাকী গ্রামে অবস্থিত সৈয়দ দরবেশ শাহ (রঃ) মাজারের খাদেম শাহ আব্দুল হান্নান ১৪৪ ধারার মিস মামলা দায়ের করেন। মিস মামলা নং- ৭৯/২০১১ (চুনাঃ), ধারা ফৌঃ কাঃ বিঃ ১৪৪। উক্ত মামলায় শাহ আব্দুল হান্নান রায় পেয়ে প্রকৃত খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আশ্রাবপুর গ্রামের মৃত শাহ আব্দুল সহিদের পুত্র শাহ আব্দুল হান্নান খাদেম। তিনি দীর্ঘদিন ধরে সৈয়দ দরবেশ শাহ (রঃ) মাজারে মোতাওয়ালী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। উলে­খ্য যে, উপজেলার মিরাশী ইউনিয়নের রাকী গ্রামের মৃত জমির আলী মীরের পুত্র ২য় পক্ষ ইমান আলী মীর, মন্নর আলী মীর, মন্নর আলী মীরের পুত্র আক্কাছ আলী মীর ও ছাদেক আলী মীর সহ এলাকার একদল প্রভাবশালী হিসেবে উক্ত মাজারের ভূয়া মোতাওয়ালী সেঁজে খাদেম হান্নান মিয়ার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করলে মাজারের বিভিন্ন কাগজপত্র সঠিক না থাকাতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হবিগঞ্জ কাগজপত্র দেখে খাদেম শাহ আব্দুল হান্নান মিয়ার পক্ষে রায় দেন। তিনি গত ২৯/১২/২০১৫ ইং তারিখে উক্ত রায় পান। সৈয়দ দরবেশ শাহ (রঃ) মাজারের মৌজা- রাকী, জে.এল নং- ১৪৯, সাবেক দাগ নং- ৫৮৩, হাল দাগ নং- ৭২০ ইহাতে ১১ শতক বরন্ডি রকম ভূমি সৈয়দ দরবেশ শাহ (রঃ) মাজারের মোকাম অবস্থিত। উক্ত মাজার কমিটির সভাপতি আব্দুল হক, সেক্রেটারী আব্দুর রব সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি তারা গঠন করেছেন। উক্ত রায় পাওয়াতে খাদেম শাহ আব্দুল হান্নান সকল ভক্তবৃন্দ আশেকান জাকেরানদের কাছে দোয়া কামনা করেন। উলে­খ্য, ঐতিহ্যবাহী সৈয়দ দরবেশ শাহ (রঃ) এর পবিত্র দরবার শরীফের প্রতি বছরের ন্যায় উরস মোবারক আগামী ১২ই মার্চ ২০১৬ ইং মোতাবেক ২৯ ফাল্গুন ১৪২২ বাংলা রোজ শনিবার অনুষ্ঠিত হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *