Connect with us

দেশজুড়ে

নওগাঁয় আলুর বাম্পার ফলন; ব্যস্ত কৃষকরা

Published

on

IMG_20160208_081330আল ইমরান হোসেন, নওগাঁ: বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান, এই প্রতিপাদ্যকে বাস্তবিত করার লক্ষ্যে নওগাঁর সদর ও বদলগাছী উপজেলায় ব্যাপকহারে আলু চাষ করেছেন কৃষকরা। সুত্রে জানা যায়,গত বছরের চেয়ে এই বছর আলু বেশি চাষ করেছেন উক্ত উপজেলার কৃষকরা। এই বছর আলুর বাম্পার ফলন হওয়ায় নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার কৃষকরা খুবই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। প্রতি বিঘাতে ৬০থেকে ৭০ মণ আলু উত্তোলন করছেন কৃষকরা। বাজারে প্রতি মণ আলু ৩৫০ টাকা দরে বিক্রি করছেন। আর এই আলু উত্তোলনে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক ও কৃষাণীরা। কৃষক সামাদ হোসেন জানান, তিনি কয়েক বিঘাতে জমিতে আলু চাষ করেছেন। আলুর বাম্পার ফলন হওয়াতে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *