Connect with us

জাতীয়

রংপুরে বোমা তৈরীর সময় বিস্ফোরনে যুবদল নেতার হাত বিচ্ছিন্ন-পুলিশ হেফাজতে চিকিৎসাধীন

Published

on

রংপুর : নগরীর রবার্টসনগঞ্জ মহল্লায় গোপনে বোমা তৈরীর সময় বোমা বিস্ফোরিত হয়ে যুবদল নেতা ফিরোজ সরকার বিপ্লবের(২৯) হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে পুলিশ হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়  মঙ্গলবার বিকেল অনুমান সাড়ে ৩টার সময় রবার্টসনগঞ্জ মহল্লায় সাবেক ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলামের ছেলে যুবদল নেতা মোহাম্মদ রাসেল(২৮) এর বাসায় কয়েকজন মিলে ওই বোমা তৈরী করছিল। এ সময় অসতর্কতার কারনে হাতে তৈরী ২টি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। বিস্ফোরনের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশিরা বিষয়টি তৎক্ষনিক টহল পুলিশের উপ-পরিদর্শক হারেস শিকদারকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে বাড়ীটি চিহ্নিত করেন এবং ওই এলাকা ঘিরে ফেলার আগেই সেখান থেকে যুবদল নেতা মোহাম্মদ রাসেল, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরকার বিপ্লবসহ তার সঙ্গিরা পালিয়ে যায়। পুলিশ পরে ওই বাড়ীর ঘরের দরজা ভেঙ্গে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমা তৈরীর সরঞ্জাম, জর্দার কোটা, বোমা তৈরীর বিস্ফোরক-গান পাউডার, লোহার টুকরা, পাথর কুচিসহ কয়েকটি হাতে তৈরী বোমা উদ্ধার করে। ঘটনার পর পালিয়ে যাওয়ার পথে পুলিশ নগরীর টাউন হলের কাছ থেকে যুবদল নেতা ফিরোজ সরকার বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় গ্রেফতার করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায় তার ডান হাতের কব্জিসহ বেশ কিছু অংশ বোমার আঘাতে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোতয়ালী থানা পুলিশের একটি সূত্র জানায় নগরীতে বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য তারা ওই বোমা তৈরী করছিল। সন্ধ্যায় এ খবর লেখা পর্যন্ত হাসপাতালে আটক যুবদল নেতাকে র‌্যাব ও পুলিশ যৌথ জিজ্ঞাসাবাদ করছিল। রংপুর র‌্যাব-১৩ এর দায়ীত্বশীল কর্মকর্তা জানিয়েছেন আটক যুবদল নেতাকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনা উদঘাটন করা হবে। পুলিশ জানায় রংপুরে বাসে অগ্নিসংযোগ ঘটনার মামলাসহ ওই যুবদল নেতা একাধিক মামলার আসমি। সন্ধ্যায় এ খবর লেখা সময় পর্যন্ত বোমা বিস্ফোরনের ঘটনায় থানায় বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *