Connect with us

জাতীয়

মৃত্যুর মিছিলে আরো একজন, বাঁচানো গেল না অটোরিকশা চালক সাবেরকেও

Published

on

mrittuচট্টগ্রাম প্রতিনিধি:

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে পেট্রলবোমায় দগ্ধ অটোরিকশা চালক সাবের আহমেদ (২৮) মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবের আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ডা. মিশমা ইসলাম।
নিহত সাবের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দমদমা এলাকার তোফায়েল আহমেদের ছেলে। গত বুধবার রাত সাড়ে দশটার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বুড়ি পুকুর পাড় এলাকায় সিএনজি অটোরিকশা লক্ষ্য করে হরতাল সমর্থকদের ছোঁড়া পেট্রলবোমায় দগ্ধ হন অটোরিকশা চালক সাবের আহমেদ (২৮) ও যাত্রী রনজিত নাথ (৩০)। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা চলছিল। আগুনে সাবেরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হলে গত শুক্রবার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে। পরে গত কাল সকালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় হরতালের সহিংসতার বলি আরেক ব্যক্তি ওই অটোরিক্সার যাত্রী রণজিত নাথ (৩০) মারা যান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *