Connecting You with the Truth

অনন্ত হত্যা, গ্রেফতার ২ সহোদর রিমান্ডে

ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যায় জড়িত সন্দেহে দুই সহোদরকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ।সিলেট মহানগর হাকিম আদালতে ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কানাইঘাট উপজেলার পূর্বপালজুর গ্রামের হাফিজ মইনুদ্দিনের দুই ছেলে মোহাইমিন নোমান ও মান্নান ইয়াহইয়া।মান্নান ইয়াহইয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

শুক্রবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন।  এ মামলায় সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিসকেও গ্রেফতার করে সিআইডি। এছাড়া ঢাকায় গ্রেফতার আরো পাঁচ জনকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আরো জানান, রাতভর অভিযানের পর ভোরে ওই দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় এসএমপির কমিশনার মো. কামরুল আহসান সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ মে নিজ বাসার সামনে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় নিহত হন ব্লগার অনন্ত বিজয় দাশ।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Comments
Loading...