Connect with us

দেশজুড়ে

জলঢাকায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

Published

on

image_262028.jaldhaka map

নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ফজু ও মকর নামে দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার কৈমারী ইউনিয়নের উত্তর পাটোয়ারী পাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম ও অনীল চন্দ্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পাশ্ববর্তী জমির সীমানাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে
সংঘর্ষ বাধে। এ সময় আব্দুল আজিজ সেল্টু (২২) এ ঘটনার প্রতিবাদ করলে তার উপর দেশিয় অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করা হয়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিজ ওই গ্রামের মহুবর রহমানের ছেলে। এদিকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী তিন মহিলাকে আটক করে রাখে। পরে তাদেরকে রোষানল থেকে উদ্ধার করে আজ শুক্রবার সন্ধায় আবেয়া বেগম, সুফিয়া বেগম ও মারুফা বেগম নামের তিন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে জলঢাকা থানার এসআই জহিরুল হক জানান, অতিসত্তর এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *