Connecting You with the Truth

অস্ত্রোপচারের পর ফিরছেন তামিম

s1.reutersmedia.net_স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়াতে হাঁটুর অস্ত্রোপচারের পর সেখানেই কিছুদিন পুনর্বাসনের পর বুধবার রাতে বাংলাদেশে ফিরছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এর আগে গত ২৯ ডিসেম্বর মেলবোর্নের অ্যাভিনিউ হাসপাতালে তামিম ইকবালের ডান হাঁটুতে অস্ত্রোপচার করেছেন ডা. ডেভিড ইয়াং। এদিকে অস্ত্রোপচারের পর অস্ট্রেলিয়াতে পুনর্বাসনের প্রায় পুরোটাই ছিলো ফিজিওথেরাপি। একদিন অবশ্য ট্রেডমিলে দৌড়েছেনও। ঢাকায় ফেরার পর পুনর্বাসন প্রক্রিয়াটা কী রকম হবে, সেটা ঠিক করে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকেই। দেশে ফিরে আপাতত জগিং আর নকিংয়ের উপরেই থাকবেন তামিম। এরপর ২৩ জানুয়ারি থেকে পুরোপুরিভাবে নেটে অনুশীলন করা শুরু করবেন। একই সাথে দ্রুত সুস্থ’ হওয়ার জন্য ৩টি ইনজেকশনের যে কোর্স শুরু করেছেন তামিম, তার শেষটি নিতে হবে ২৭ জানুয়ারি। ফলে দলের সঙ্গে ব্রিসবেনে গেলেও ২৬ তারিখ আবারও তাঁকে ইনজেকশন নেওয়ার জন্য মেলবোর্নে যেতে হবে।

Comments
Loading...