Connecting You with the Truth

আটোয়ারীতে ধানের দর পতন, দিশাহারা কৃষক

আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ের আটোয়ারীতে লাগাতার অবরোধের কারণে ধানের দাম কমে গেছে। গত এক সপ্তাহ আগে ধানের দাম মণ প্রতি ১শ’ থেকে ১শ’ পঞ্চাশ টাকা কমেছে। ফলে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। পাশাপাশি বিভিন্ন মোকামে ধান পাঠাতে না পেরে বিপাকে পরেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, আটোয়ারী ও অন্যান্য বাজারে ১ (এক) সপ্তাহ আগে ধানের বাজারমূল্য ছিল মণ প্রতি সাতশ’ টাকা। অবরোধের কারণে সেই ধান এখন বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়। ব্যবসায়ীরা ধান কিনে মজুদ করলেও গত এক সপ্তাহ ধরে তা ঢাকাসহ অন্যান্য স্থানে মোকামগুলোতে পাঠাতে পারছে না। নতুন করে তারা ধান না কেনায় দাম পড়ে গেছে। আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কৃষক মো. সোহেল রানা গত মঙ্গলবার সকালে রানিগঞ্জ বাজারে ধান বিক্রি করতে আসেন। ধানের দাম কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এক মণ ধান উৎপাদন করতে সাতশ’ পঞ্চাশ টাকা খরচ হয়েছে। অথচ বাজারে ধান বিক্রি করতে হচ্ছে ৫৫০ থেকে ছয়শ’ টাকা। এবার ধান চাষ করে একটু ভাল ফলন পেলেও হরতাল অবরোধ আমাদের শেষ করে দিচ্ছে।

Comments
Loading...