আট বছর পর সৈয়দপুর-ঢাকা বিমান চালু
প্রায় ৮ বছর পর ঢাকা – সৈয়দপুর – ঢাকা অভ্যন্তরীণ রুটে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর বিমানবন্দরে বৃহস্পতিবার বিকালে কেক কেটে ফ্লাইটের উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর -কিশোরীগঞ্জ একাংশ) আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী। বিমান বাংলাদেশের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক মো. আবু আহমেদ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেণ তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, নীলফামারী পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থপনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর অফিসের সেলস্ ইনচার্জ রোজিনা ইয়াসমিন।