আবহাওয়ার আপডেট পেতে ইয়াহু ওয়েদার
আবহাওয়ার আপডেট খবর দিতে বাজারে এলো নতুন অ্যাপ ইয়াহু ওয়েদার। এর মাধ্যমে অাগাম আবহাওয়া বার্তা পাওয়া যাবে।
এনগ্যাজেড এক প্রতিবেদনে জানায়, এই অ্যাপের মাধ্যমে ১৫ মিনিট আগেই তুষারপাত বা বৃষ্টির খবর পাওয়া যাবে। ফলে মানুষ আগে থেকেই প্রস্তুতি গ্রহণের সুযোগ পাবেন। নতুন ফিচারের মাধ্যমে এই অ্যাপটি ব্যারোমেট্রিক সেন্সর ব্যবহার করবে। তবে আপাতত আইওএস যন্ত্রেই অ্যাপটির ব্যবহার সীমাবদ্ধ রয়েছে।
ইয়াহু জানায়, তাদের এই অ্যাপটি পুরোপুরি নিখুঁত। আগে থেকেই আবহাওয়ার বার্তা একেবারে সঠিকভাবে পাওয়া যাবে। ছোটখাটো এলাকার ছবি জুম করেও এই অ্যাপটি আবহাওয়ার ফলাফল সঠিকভাবে দিতে সক্ষম। সূত্র : জিনিউজ
বাংলাদেশেরপত্র/এডি/আর