Connecting You with the Truth

আরবি শিখছেন ঐশ্যরিয়া !

oishoriya

সিনেমায় চরিত্রকে ফুটিয়ে তুলতে কত কিছুই না করেন তারকারা। কখনও নিজের শরীরের চর্বি গায়েব করে ফেলেন, আবার প্রয়োজনে বাড়ানও। তাছাড়া বিখ্যাত ব্যক্তিত্ব, কুখ্যাত সন্ত্রাসী, পতিতা কিংবা সাধারণ মানুষের সঙ্গে মিশে আয়ত্ত্ব করে ফেলেন তাদের জীবন ও মানসধারাও। ‘বচ্চনবহু’ ঐশ্বরিয়া রাই বচ্চনও এর ব্যতিক্রম নন। চরিত্রকে বাস্তবরূপ দিতে এবার জোরসে চলছে তার আরবি শেখা।

‘জাজবা’র জন্য এবার নতুন এ ভাষা শিখছেন সাবেক এই বিশ্বসুন্দরী। সঞ্জয় গুপ্তার এ ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই। সেই কারণেই ছবিটি আরবিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হবে।

তবে শুধু ঐশ্বরিয়াই নন, আরবি শিখছেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারও। তার নতুন ছবি ‘এয়ারলিফট’-এ থাকছে এ ভাষার ব্যবহার। ওই ছবিতে একজন ইন্ডিয়ান-আরবীয় বিলিওনারের চরিত্রে অভিনয় করবেন এই ‘কারাতে মাস্টার’। সম্প্রতি তার ছবির জন্য উর্দু ভাষা শিখিছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...