দেশজুড়ে
আলীপুরে শুরু হচ্ছে বাউল ফুল মিয়া লোক উৎসব
আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসছে আগামী ৩ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আলীপুর গ্রামে শুরু হতে যাচ্ছে বাউল ফুল মিয়া আমীরি লোক উৎসব। আলীপুর বাউল গান উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও লোক উৎসবটি শুরু হতে যাচ্ছে। উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নামকরা অতিথি শিল্পীরা বাউল গান পরিবেশন করবেন। বৃহত্তর সিলেটের খ্যাতিমান বাউলসম্রাট ক্বারী আমির উদ্দিনের সুযোগ্য শিষ্য বাউল ফুল মিয়া আমিরী দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলছেন। তিনি একাধারে বাউল গীতিকবি, সুরকার এবং লেখক। প্রায় সহস্রাধিক বাউল গানের রচয়িতা বাউল গীতিকবি ফুল মিয়া আমীরি দোয়ারাবাজার উপজেলার আরেক খ্যাতিমান প্রয়াত বাউল সম্রাট বাউল কফিল উদ্দিন সরকারের সমসাময়িক। তারা প্রায় সময় এক সাথেই থাকতেন, সঙ্গীত সাধনা করতেন। পালা গানেও পারদর্শী ফুল মিয়ার খ্যাত ছড়িয়ে পড়ে মূলত পালা গানের মধ্য দিয়েই। বর্তমানে তার নিজ বসত বিটা আলীপুরে দীর্ঘদিন যাবত অবস্থান করেছেন পাশাপাশি বাউল গান রচনা করছেন। দেশের বিভিন্ন এলাকায় তার অসংখ্য সংগীত শিক্ষার্থী ও ভক্ত রয়েছে। প্রতিবছরই তার বসতবাড়ি আলীপুরে বাউল গানের আসর বসে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাউল সংগীত শিল্পীবৃন্দ বাউল ফুল মিয়া-কফিল উদ্দিন সরকারের গান পরিবেশনের মাধ্যমে মাতিয়ে তোলেন প্রতিটি বাউল গানের আসর। আলীপুর বাউল গান উদযাপন কমিটি জানায়, এবারের বাউল ফুল মিয়া লোক উৎসবে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাস্টার ফরিদ উদ্দিন আহাম্মদ, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবাদি কৃষক নেতা আব্দুল আওয়াল, সাংবাদিক হাবীবুল্লাহ হেলালী প্রমুখ। এবারের লোক উৎসবে কয়েক হাজার বাউল গান প্রেমীদের সমাগম হবে বলে জানিয়েছেন আলীপুর বাউল গান উদযাপন কমিটি সভাপতি বজলুর রহমান মামুন।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস