আশুলিয়ায় ঝুঁটের গোডাউনে অগ্নিকাণ্ড
আশুলিয়া প্রতিনিধি:
শিল্পাঞ্চল-আশুলিয়ায় জামগড়া এলাকায় একটি ঝুঁটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কাল সকালে আশুলিয়ার জামগড়া এলাকার কাঁঠালতলা বাজারের ঝুঁটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা গোডাউনের চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ও আশুলিয়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে কিভাবে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নিশ্চিত করতে পারে নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আগুনে গোডাউনের প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন গোডাউন মালিক।
অন্যদিকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।