আশুলিয়ায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু’র ৪০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও গণভোজের আয়োজন
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের উদ্দোগে বঙ্গবন্ধু’র ৪০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ঈসমাইল ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. এনামুর রহমানের উপস্থিতিতে আলোচনা সভার সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল আজিজ দেওয়ান।
ধামসোনা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ ভূঁইয়ার সার্বিক তত্ববধায়নে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আ.লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দীন খান ইমু ও ফিরোজ কবির, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সোহেল পারভেজ। সাভার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাভার উপজেলা বঙ্গুবন্ধু পরিষদের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আলী আক্কাস, ধামসোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি লতিফ মন্ডল এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্র-লীগের সাংগঠনিক সম্পাদক নাদিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভার শেষে সকলের মাঝে গণভোজের আয়োজন করা হয়।