Connecting You with the Truth

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়

BD-Team

শারিরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ইংল্যান্ড প্রতিবন্ধী ক্রিকেট দল টসে জিতে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলকে ব্যাটিংয়ে পাঠায়।

বাংলাদেশ দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে অপূর্ব কুমার পাল সর্বোচ্চ ২২ রান করেছেন। এ ছাড়া দলের অধিনায়ক আলম খান ১৯ ও নুরুজ্জামান ১৪ রান করেন।

ইংল্যান্ডের পক্ষে ফিন সর্বোচ্চ ২টি এবং ড্যানিয়াল হাম, রেইনল্ডো, ব্রিহেজ, হামমন্ড প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ১০৩ রানে গুটিয়ে ইংল্যান্ড।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...