Connecting You with the Truth

ইন্টারনেট দুনিয়ায় যে ভিডিও সাড়া ফেলেছে

বিনোদন ডেস্ক :
গোলগাল চেহারার এক মার্কিন পুলিশ কর্মকর্তা গাড়িতে বসে আছেন। গান ছেড়ে গাড়ি চালানো শুরু করলেন। বাজছে টেলর সুইফটের বিখ্যাত গান ‘শেক ইট অফ’। পুরো গানে ডেলাওয়্যারের ডোভার পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা জেফ ডেভিস ঠোঁট মেলালেন, শব্দ অনুযায়ী হাতও নাড়লেন। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই হৈচৈ পড়ে গেছে। ১৭ জানুয়ারি ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর থেকে এখন পর্যন্ত ১ কোটি ২৪ লাখ বার দেখা হয়েছে। ডেভিসের পরিবেশনা ধারণ করা হয়েছে ড্যাশক্যামে। ডোভার পুলিশ ডিপার্টমেন্ট জানায়, নিছক মজা করার জন্যই ভিডিওটি তৈরি হয়েছে ১৫ মিনিটে। তারা বলেন, ‘আশা করছি, দর্শকরা উপভোগ্য করবেন ব্যাপারটি। আর টেলর সুইফট যদি দেখে থাকেন তা হলে আমরা তার কাছে দুঃখিত।’ পুলিশ বিভাগের খুব কম সদস্যই জানেন, সুইফটও ভিডিওটি দেখেছেন। তবে রাগ হয়নি তার। উল্টো তিনি নাকি মজা পেয়ে হাসিতে গড়াগড়ি খেয়েছেন!

Comments
Loading...