Connecting You with the Truth

ইবির তিন হলে নতুন প্রভোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন হলে নতুন তিন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। সাদ্দাম হোসেন হল, লালন শাহ ও শহীদ জিয়াউর রহমান হলে আগামী এক বছরের জন্য নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম।

মঙ্গলবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শহীদ জিয়াউর রহমান হলে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মানজুরুল হক, সাদ্দাম হোসেন হলে বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস এবং লালন শাহ হলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে শহীদ জিয়াউর রহমান হলে আইন বিভাগের অধ্যাপক আকরাম হুসাইন মজুমদার, লালন শাহ হলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোত্তালেব এবং সাদ্দাম হোসেন হলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান দায়িত্ব পালন করেন।

Comments
Loading...