আন্তর্জাতিক
ইরাক যুদ্ধের অনিচ্ছাকৃত ফল আজকের আইএস
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণেই আইএস-এর উত্থান ঘটে। সোমবার ভাইস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইরাক যুদ্ধের অনিচ্ছাকৃত ফল হিসেবেই চরমপন্থি গোষ্ঠীটির উদ্ভব হয়। জঙ্গি দমনে গঠিত আন্তর্জাতিক জোট আইএস-কে বিলীন করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে, মার্কিন জোটের কয়েক দফা বিমান হামলার পর ইরাকের দক্ষিণাঞ্চলীয় ৪টি গ্রাম আইএস-এর কাছ থেকে দখল নেয়ার কথা জানিয়েছে কুর্দি যোদ্ধারা। একইদিন রামাদি শহরে বিমান হামলায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক আইএস জঙ্গি।
ইরাকের তিকরিত শহরের পাশাপাশি কিরকুক থেকেও আইএস-কে হটিয়ে দেয়ার লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। সোমবার উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে চালানো মার্কিন জোটের বিমান হামলার ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এর পরপরই শহরটির ৪ টি গ্রাম পুনর্দখলের ঘোষণা দেয় কুর্দি যোদ্ধারা।
একইদিন ইরাকের মধ্যাঞ্চলীয় শহর রামাদিতে মার্কিন জোটের কয়েক দফা বিমান হামলায় আইএস-এর বিদেশী যোদ্ধাসহ অন্তত ৫০ জঙ্গি নিহত হয় বলে জানায় ইরাকি কর্তৃপক্ষ। দেশটির যৌথ বাহিনী জঙ্গিদের হটাতে বিমান হামলা চালানোর আহ্বানের পরপরই সোমবার দেশের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়।
পশ্চিমা নীতির কারণেই মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের উত্থান হয়েছে- বিশ্লেষকদের পুরানো এই দাবি এবার নতুন করে ফুটে উঠলো স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে। সোমবার এক সাক্ষাৎকারে আইএস প্রসঙ্গে কথা বলতে গিয়ে বারাক ওবামা বললেন, প্রেসিডেন্ট বুশের আমলে ইরাকে মার্কিন অভিযানের ফল হিসেবে জঙ্গি গোষ্ঠীটির উত্থান হয়েছে।
বারাক ওবামা বলেন, ‘ইরাকে যুক্তরাষ্ট্রের সরাসরি আক্রমণের জন্যই আল কায়েদার জন্ম হয়েছিলো। আর তাদের থেকেই জন্ম নেয় আইএস। তবে এটি ছিল আমাদের অনিচ্ছাকৃত একটি ফল। বিশ্বের ৬০টি দেশের সমন্বয়ে আইএসকে ধ্বংস করার লক্ষ্যে যে জোট গড়ে তুলেছি- আশা করি আমরা তার সুফল পাবো। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আন্তরাজনীতির সমাধান না হলে এই চরমপন্থাকে দমন করা অসম্ভব।’
২০১৩ সালের এপ্রিলে ইরাকি আল-কায়দা থেকে জন্ম হয় আএইসআইএল বা ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত। এসময় সংগঠনটি খবরের শিরোনাম হয় সিরীয় প্রেসিডেন্ট আসাদ বিরোধী লড়াইয়ে অংশ নেয়ার মধ্য দিয়ে। পরে পাশ্চাত্যের কাছে সংগঠনটি পরিচিতি পায় আইএসআইএস নামে। একই বছর ইরাকের আনবার ও দিয়ালা প্রদেশের বিশাল এলাকা দখল করে নেয় আইএস। এরই ধারাবাহিকতায় গত বছরের জুনে ইরাকের দিয়ালা প্রদেশ থেকে সিরিয়ার আলেপ্পো পর্যন্ত অঞ্চলে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় জঙ্গি সংগঠনটি।
খেলাফত ঘোষণার শুরু থেকেই নিরস্ত্র মানুষের শিরশ্ছেদ, নারীদের ওপর নির্যাতন ও জোর করে বিয়ে করার মতো অমানবিক কর্মকাণ্ডের জন্য কুখ্যাতি লাভ করে আইএস।
Highlights
মিথ্যা মামলায় গ্রেফতারের একদিন পরই অব্যহতি পেল হিজবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্যরা
Highlights
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ৮
Highlights
মার্কিন ড্রোন ভূপাতিত করে পুরস্কার পেলেন রাশিয়ান পাইলটরা
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস