ইরাক-সিরিয়ার ১৩ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে কানাডা
আন্তর্জাতিক ডেস্ক:
কানাডা আগামী তিন বছরে আরো ১০ হাজার সিরীয় ও ৩ তিন হাজার ইরাকি শরণার্থীকে আশ্রয় দেবে। জাতিসংঘের একটি সহায়তার আবেদনের প্রেক্ষিতে এই শরণার্থীদের আশ্রয় দিতে যাচ্ছে দেশটি। কানাডার অভিবাসন মন্ত্রী বুধবার একথা জানান। কানাডার এই পদক্ষেপের ফলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা শরণার্থীদের আশ্রয় দিতে বিশ্ব দরবারের কাছে যে আবেদন জানিয়েছিল তার ১০ শতাংশ পূরণ হবে। দেশ দুটিতে চলমান সহিংসতার কারণে এরা সেখান থেকে পালিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার কতৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিরীয় শরণার্থীদের সংখ্যা আফগান শরণার্থীদের ছাড়িয়ে গেছে। এই বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তার প্রয়োজন। ইমিগ্রেশন মন্ত্রী ক্রিস আলেকজান্ডার ইসলামপন্থী সংগঠনগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, “সিরীয় ও ইরাকিরা আজ বিশ্বের সবচেয়ে ভয়াবহ সহিংসতার সম্মুখীন হচ্ছেন।” দেশ দুটিতে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। ২০০৯ সাল থেকে কানাডা ২০ হাজার ইরাকি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সিরিয়ার ২০১১ সালের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক হাজারের বেশি শরণার্থী কানাডায় পৌঁছেছে।