রাজশাহী বিভাগ
উল্লাপাড়া রেলস্টেশন থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

Published
2 years agoon
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা এক গৃহবধূকে কৌশলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উল্লাপাড়া থানায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিগগিরই আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হবে। মামলায় বাদী অভিযোগ করেন, রবিবার (২২ আগস্ট) বিকেলে তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে লোকাল ট্রেন ধরতে ভ্যানযোগে সলপ রেলস্টেশনে যান। স্টেশনে পৌঁছানোর পর তার স্ত্রীকে প্ল্যাটফর্মের পাশে একটি চায়ের স্টলে বসিয়ে রেখে তিনি ভ্যানের ভাড়া পরিশোধের জন্য টাকা ভাঙাতে পাশের বাজারে যান।
কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার স্ত্রীকে চায়ের স্টলে দেখতে পাননি এবং চায়ের স্টলটি বন্ধ ছিলো। এরপর তিনি রাতভর স্ত্রীকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। সোমবার (২৩ আগস্ট) সকালে ওই রেলস্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বেতকান্দি গ্রামের একটি আমবাগানের মধ্যে স্ত্রীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে উল্লাপাড়া পুলিশের সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্ত্রী সুস্থ হওয়ার পর তিনি জানতে পারেন কিছু লোক তাকে কৌশলে অজ্ঞান করে স্টেশন থেকে তুলে নিয়ে ওই আমবাগানে রাতভর ধর্ষণ করে।
সিরাজগঞ্জের সহকারী পুলিশ (উল্লাপাড়া সার্কেল) সুপার মাহফুজ হোসেন ঘটনাস্থল থেকে ফিরে জানান, প্রাথমিক তদন্তে ঘটনা সত্য বলে তার কাছে মনে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে জোর তৎপরতা শুরু হয়েছে।
You may like
Highlights
ভালোবাসা দিবস ও বসন্ত: তবু হতাশ ঈশ্বরদীর ফুল ব্যবসায়ীরা

Published
1 month agoon
ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
বসন্তের প্রথম দিন মানে আজ পহেলা ফাল্গুন। আবার ভালোবাসা দিবস (ভ্যালেনটাইনস ডে)। দুইদিনের উৎসব যেন একইদিনে। বসন্তের সকাল যেন রাঙ্গিয়ে এসেছে ঘরের দুয়ারে ভালোবাসার ছোয়া নিয়ে, যেখানে ফুল ছাড়া নিজেকে বেমানান। বসন্ত ও ভালোবাসা দিবসের প্রধান আকর্ষন ফুল। এদিনে ফুলের কদরই সবচেয়ে বেশি।
এদিকে বাণিজ্যিকভাবে ঈশ্বরদী ফুলের বাজারে সীমিত সংখ্যক ক্রেতার উপস্থিতিতে লোকসানের আশংকায় রয়েছে ব্যবসায়ীরা। ফুলের পসরা সাজিয়ে বসে থাকলেও বেচাকেনা কম থাকায় এবার মুখে হাসি নেই ঈশ্বরদীর ফুল ব্যবসায়ীদের। এবার তারা লোকসানের আশঙ্কা করছেন।
ঈশ্বরদী পৌর শহরের স্টেশন রোডের রিকশা শ্রমিক ইউনিয়ন মার্কেটের স্থায়ী কয়েকটি ফুলের দোকান রয়েছে। পাশাপাশি পুরো রিকশা স্ট্যান্ড জুড়ে বিশাল প্যান্ডেলে ফুলের পসরা সাজানো হয়েছে। অন্যান্য বছর পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের আগের দিন এখানে ফুল কেনার হিড়িক পরতো। এবার ফুল পসরা সাজানো থাকলেও তুলনামূলক ক্রেতা খুবই কম।
সরেজমিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) শহরের ফুল বিতানিগুলো ঘুরে দেখা যায়, স্থায়ী চারটি ও অস্থায়ীভাবে প্যান্ডেল সাজিয়ে ১০ জন বিক্রেতা ফুলের পসরা সাজিয়ে বসে আছেন। এসব দোকানে রয়েছে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাস, গন্ধরাজসহ বিভিন্ন রং, নাম ও সুগন্ধের ফুল। এসব দোকানে খুব একটা ক্রেতা নেই।
সাজ ফুল ঘরের স্বত্তাধিকারী মাহমুদুর রহমান ফুল জুয়েল জানান, ভ্যালেন্টাইন ডে ও পহেলা ফাল্গুন উপলক্ষে গত বছর ১ লাখ ৫০ হাজার টাকা ফুল বিক্রি করেছিলাম। এবার আশা ছিল বেচাকেনা গতবারের চেয়ে ভালো হবে। কিন্তু আজ সারাদিন ফুলের পসরা সাজিয়ে বসে আছি ক্রেতা খুব কম। এবার লাভের আশা করতে পারছি না। তিনি বলেন, এবার ফুল পাইকারি কিনেছি বেশি দামে। তাই বিক্রি করতে হচ্ছে গতবারের তুলনায় কিছুটা বেশি দামে। এখানে একপিস গোলাপ ৩০ টাকা, রজনীগন্ধা ২০টাকা, গ্লাডিওলাস ৩০টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও ফুল দিয়ে সাজানো বসন্ত উৎসবের ফুলের রিং ১৫০ টাকা। ফুলের তোড়া আকার অনুযায়ী ১০০ থেকে ১০০০টাকায় বিক্রি হচ্ছে।
বুলবুল ফুল ঘরের স্বত্তাধিকারী বুলবুল ইসলাম বলেন, সকাল থেকে ফুলের পসরা সাজিয়ে বসে আছি। অন্য বছর এ দিনগুলাতে এক থেকে দেড় লাখ টাকার ফুল বিক্রি হয়। গত বছরেও ভালোবাসা দিবস উপলক্ষে ১ লাখ ৬০ হাজার টাকার ফুল বিক্রি হয়েছে। এবার বেচাকেনা খুবই কম। আশাকরছি ১৪ ফেব্রæয়ারি সকাল থেকে বেচাকেনা ভালো হতে পারে।
ফুল কিনতে আসা পৌর শহরের থানা পাড়া এলাকার সাদিয়া বলেন, অন্যবারের তুলনায় এবার ফুলের দাম অনেক বেশি। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিবছরই ফুল কিনতে আসি। এবার ফুলের দাম বেশি হওয়ায় অন্যবারের তুলনায় কিছুটা ফুল কম কিনতে হয়েছে।
প্রিয়জনের জন্য ফুল কিনতে আসা শহরের শেরশাহ রোডে ফারুক হোসেন জানান, প্রতিবছরই এ দিনে প্রিয়জনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। এবারো বাড়ি ফেরার পথে ফুল নিয়ে যাচ্ছি। স্ত্রীসহ পরিবারের সদস্যদের ফুল উপহার দিয়ে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিবো। এবার ফুল কিনতে এসে দেখছি ভিড় কম। দাম বেশি হলেও বাহারি ফুল দেখছি ফুলের দোকানগুলোতে।
দেশজুড়ে
রাণীনগরে অগ্নিকাণ্ডে প্রায় ৩০ বিঘা জমির খড় ভস্মীভূত

Published
2 months agoon
ফেব্রুয়ারি ৬, ২০২৩
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অগ্নিকাণ্ডে প্রায় ৩০ বিঘা জমির খড় পুরে ভস্মীভূত হয়েছে। এতে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার দুপুর আড়াইটা নাগাদ উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে গরু নিয়ে বিপাকে পরেছেন পরিবারটি।
ওই গ্রামের বানেশ্বর চন্দ্রের ছেলে বৃন্দাবন চন্দ্রের স্ত্রী পাপিয়া রাণী বলেন, সোমবার দুপুরে বাড়ির পাশে হঠাৎ করেই আগুন দেখতে পায় প্রতিবেশির লোকজন। এসময় লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে বৃন্দাবন, তার ভাই বিধান চন্দ্র ও আরো এক ভাইয়েরসহ মোট পাঁচটি খড়ের পালা ভস্মীভূত হয়ে যায়। এছাড়া সুব্রত নামে একজনের বাড়ির কিছু অংশ পুরে যায়।
পাপিয়া রাণী আরও বলেন, শুধু আমাদের নিজেরই ৭টি গরু আছে। সব খড় পুরে গেল এখন গরুকে খাওয়াবো কি। পূর্ব শত্রুতার জের ধরে হয়তো কেউ আগুন ধরে দিয়েছে বলে দাবি করেন তিনি।
রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত লিডার শামীম হোসেন বলেন, কয়েকটি পালা মিলে প্রায় ৩০ বিঘা জমির ধানের খড় ছিল। তাতে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Highlights
শত্রুতাবশে চাষির ধানের চারা ও আলু ক্ষেত পুড়িয়ে দেয়ার অভিযোগ

Published
2 months agoon
জানুয়ারি ২৬, ২০২৩
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে কৃষকের প্রায় দুই মন ধানের চারাগাছ এবং এক বিঘা আলুর জমিতে ক্ষতিকারক আগাছানাশক স্প্রে করে পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরআগে একই কৃষকের চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লক্ষ টাকার মাছ নিধন করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার পারইল ইউনিয়নের বেলতা গ্রামে।
ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে কৃষক লেবু হোসেন, মুক্তার হোসেন ও শাহজাহান আলী জানান,তিন ভাই মিলে চলতি মৌসুমে ২৭বিঘা জমিতে বোরো ধান রোপনের জন্য প্রায় দুই মন জিরাশাইল ধানের বীজ বোপন করেন। এরই মধ্যে ধানের চারাগাছ প্রায় রোপনের উপযুক্ত হয়েছে। হঠাৎ করেই দেখতে পান ধানের চারাগুলো হলুদবর্ণ হয়ে মরে যাচ্ছে। এছাড়া লাগানো এক বিঘা জমির আলু গাছও হলুদ হয়ে মরে যাচ্ছে।
স্থানীয়ভাবে কৃষি পরামর্শকদের নিকট থেকে পরামর্শ নিয়ে উপর্যপুরি পানি স্প্রে করেও কোন ফল হচ্ছেনা। সবগুলো ধানের চারা গাছ মরে যাচ্ছে। এ ঘটনায় রোববার সন্ধায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা বলেন, রাতের অন্ধকারে কে বা কাহারা আগাছানাশক স্প্রে করেছে।
ফলে ধানের চারা মরে যাওয়ায় চলতি বোরো ধান রোপন নিয়ে চরম বিপাকে পরেছেন।এর আগে প্রায় ২০/২৫ দিন আগে তাদের চাষকৃত প্রায় এক একর পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা রুই, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই লক্ষ টাকার মাছ মারা যায় বলে দাবি করেন তারা।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ধানের চারাগাছে এবং আলু ক্ষেতে আগাছানাশক স্প্রে করে পুড়িয়ে দেয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেয়া হবে।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস