Connecting You with the Truth

এগিয়ে রিয়াল

স্পোর্টস ডেস্ক:
রোববার রাতে মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’তে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ১৯০২ সাল থেকে শুরু হওয়া ফুটবলের এই মর্যাদার লড়াইয়ে জয়ের দিক থেকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। রিয়ালের ৯২ জয়ের বিপরীতে বার্সা জিতেছে ৮৮ ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাকি ৪৮ ম্যাচ ড্র হয়েছে। মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে বার্সাকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ ম্যাচটি জিতে নেয় ৩-১ গোলের বড় ব্যবধানে।
‘এল ক্লাসিকো’ সংক্রান্ত কিছু তথ্য দেখে নেয়া যাক।
মোট ম্যাচ: ২২৯টি
রিয়ালের জয়: ৯২টি
বার্সেলোনার জয়: ৮৮টি
পরিত্যক্ত: ১টি
ড্র: ৪৮টি।
রিয়ালের বড় জয়: ১১-১ (১৯৪৩, কোপা দেল রে)
বার্সেলোনা বড় জয়: ৭-২ (১৯৫০, লা লিগা)
টানা জয়ের রেকর্ড: রিয়াল মাদ্রিদ, ৬টি (১৯৬২ থেকে ১৯৬৫), বার্সেলোনা, ৫টি, (১৯৪৮-৪৯, ২০০৮-০৯)
টানা অপরাজিত থাকার রেকর্ড: বার্সেলোনা, ১১টি (১৯১৭ থেকে ১৯২৮)
রিয়াল মাদ্রিদ: ১০টি, (১৯৩১ থেকে ১৯৩৫)

তাছাড়া লা লিগার ‘এল ক্লাসিকো’তে সর্বোচ্চ টানা ৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে বার্সার দখলে। পেপ গার্দিওয়ালার অধীনে ২০০৮ এর ডিসেম্বর থেকে ২০১১’র ডিসেম্বর পর্যন্ত টানা ৭টি লা লিগা ‘ক্লাসিকো’তে অপরাজিত থাকে বার্সা, যার ৬টিতেই জিতে মেসিরা।

‘এল ক্লাসিকো’র সর্বোচ্চ গোলদাতা:
লিওনেল মেসি: ২১ গোল
আলফ্রেডো ডি স্টেফানো: ১৮ গোল
রাউল গঞ্জালেস: ১৫ গোল।
ক্রিশ্চিয়ানো রোনালদো, সিজার রদ্রিগেজ
ও ফেরেঞ্চ ফুসকাস: ১৪ গোল।

Comments
Loading...