করিম বেনজেমা এখন মেসি-রোনালদোর পাশে
স্পোর্টস ডেস্ক:
আরও একটি মাইলফলক স্পর্শ করলেন করিম বেনজেমা। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগার প্রথম শ্রেনির সবগুলো দলের বিপক্ষেই গোল করার অসামান্য কীর্তি গড়লেন তিনি। করিম বেনজেমার আগে লা লিগায় সবগুলো দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েছিলেন বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার লা লিগায় এলচের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। আর সেই ম্যাচেই প্রথমগোল করেন করিম বেনজেমা। এই গোলের সৌজন্যেই লা লিগায় সবগুলো দলের বিপক্ষে গোলের রেকর্ড গড়েন তিনি। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’র তথ্য অনুযায়ী স্প্যানিশ লা লিগায় ২৯ দলের বিপক্ষে করিমবেনজেমার গোলসংখ্যা ৮৫।