Connecting You with the Truth

কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি : শ্রমিক সংগঠনের নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে জেলা সদরের গাইটাল ও বত্রিশ আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের বিগত কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ এ ধর্মঘট আহবান করে। প্রায় আট মাস পূর্বে বিগত কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে গঠিত তত্ত্বাবধায়ক কমিটি ও নির্বাচন কমিশন নির্বাচন না করায় এই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন বিগত কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া।

এদিকে হঠাৎ করে ধর্মঘট ডাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

Comments
Loading...