Connecting You with the Truth

কুস্তি শিখছেন অনুষ্কা শর্মা

anushka-sharma

বিনোদন ডেস্ক: কুস্তি শিখছেন অনুষ্কা শর্মা। সলমন খান অভিনীত ‘সুলতান’ সিনেমায় তাঁর ভূমিকার জন্য কুস্তি শিখতে হচ্ছে তাঁকে। যশরাজ ফিল্মের এই স্পোর্টস ড্রামায় কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে তুলে ধরতে কুস্তিগীরদের একটি দলের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। এ জন্য দিল্লি থেকে ওই দলটিকে মুম্বই নিয়ে আসা হয়েছে। প্রায় দেড় মাস কুস্তি শিখবেন ‘এনএইচ ১০’-এর অভিনেত্রী। প্রতিদিন ৪ ঘন্টা ধরে কুস্তি শিখছেন তিনি।
অনুষ্কা তাঁর টুইটার পেজে প্রশিক্ষণের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নো পেন নো গেন সো জাস্ট ট্রেন’। আদিত্য চোপড়া প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। সিনেমার চিত্রনাট্যও জাফরেরই। ছবিতে কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে সলমনকেও। ইদে মুক্তি পাবে সুলতান।

Comments
Loading...