Connecting You with the Truth

কুড়িগ্রামে অগ্নি নির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া করেছে বিজিবি

Kurigram BGB Fire Mohora Vt- 26.02.15 004কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিজিবি সদস্যদের অগ্নি নির্বাপন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অগ্নি সংযোগ,আগুন নেভানো, উদ্ধার কাজ এবং প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে এ মহরার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ৪৫ বিজিবি ব্যটালিয়ন এই মহড়ার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এবিএম আজাদ। এসময় অন্যদের মধ্যে ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোঃ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments
Loading...