কুড়িগ্রামে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ সহিংসতাসহ সুশীল সমাজের একাংশের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ জাফর আলীর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সাঈদ হাসান লোবান, আনিছুর রহমান টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইয়ুব আলী, সাগর, সাকিব প্রমূখ। বক্তারা বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধ প্রত্যাক্ষান করে তা প্রতিহত করার ঘোষনা দেন।