Connecting You with the Truth

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি : ৫০ হাজার মানুষ পানিবন্দি

Kurigram Flood Situation photo-(1) 22.08.15শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : টানা বর্ষন ও উজানের পাহাড়ী ঢলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কুড়িগ্রামের ৯ উপজেলার শতাধিক গ্রামের ৫০ হাজার মানুষ। তলিয়ে গেছে ৩০ হাজার হেক্টর জমির আমন ক্ষেত। বন্যা কবলিত এলাকার ঘর-বাড়ী ও সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষজন।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সুবেদ আলী জানান, শুক্রবার বন্যার পানি বাড়ীতে ঢুকে পড়েছে। পানি বাড়তেই আছে। বৃষ্টিতে ভিজে উচু জায়গায় চলে যাচ্ছি।

অন্যদিকে গতরাতে রাজারহাট উপজেলায় পানিতে ডুবে এক শিশু সাদিয়া (৪) ও সাপের কামরে শাহিন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৫১ সেন্টিমিটার, নুন খাওয়া পয়েন্টে ৫০ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামের চিলমারীতে সর্বোচ্চ বৃষ্টিপাত ৩১৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি্/আর

Comments
Loading...