Connecting You with the Truth

কুড়িগ্রাম রাজারহাটে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

PIC.RAJARHAT.09.04.15রাজারহাট  প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়নের চেতনা ,খালিসা ,মুশরৎ নাখেন্দ্রা ও পশ্চিম দেবত্তর গ্রামের ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে জাতীয় পার্টির কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় চীফ হুইপের পক্ষে তার প্রতিনিধি হিসেবে উপজেলা জাতীয় পার্টির নেতা জাকির হোসেন চৌধুরী ,উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আমজাদ হোসেন , এ পি এস মানু , ছাত্র নেতা ওয়াজেদ আলী উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদাণ করেন। এসময় দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments
Loading...