Connecting You with the Truth

খাগড়াছড়ি সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি

fileখাগড়াছড়ি জেলার দীঘিনালার কামুক্যাছড়া এলাকায় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ সময় অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার ভোর ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর নাছির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে একটি এসএমজি, দুইটি এসএলআর, তিনটি এসএলআর ম্যাগজিন, তিনটি এসএমজি ম্যাগাজিন, ও একশ ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এখনো উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।

নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত একটি এসএমজি, দুইটি এসএলআর, তিনটি এসএলআর এর ম্যাগাজিন, তিনটি এসএমজির ম্যাগাজিন, ১৩৯ রাউন্ড গুলি উদ্বার করা হয়েছে।

Comments
Loading...