Connecting You with the Truth

খুলনা দাকোপে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন।

ছবি: প্রতীকি

দাকোপ(খুলনা) প্রতিনিধি:  উৎসব মুখর পরিবেশে দাকোপে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।   উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দল গনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টুডেন্ট কাউন্সিল ম্যানুয়াল অনুযায়ী দাকোপের প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন মঙ্গলবার সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, শিশুকাল থেকে গণতন্ত্র মনস্ক করে গড়ে তোলার জন্যই প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলের ৭টি সদস্য পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের প্রার্থীরা গত দুই সপ্তাহের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারের দায়িত্ব পালনসহ পুলিশ ও আনসারের দায়িত্ব পালন করে। সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীরা তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোট প্রয়োগ করেন। উপজেলার ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে অভিভাবকসহ স্কুল এলাকার বাসিন্দারা কেীতুহলি হয়ে পড়েছেন। কেউ কেউকে স্কুলে গিয়ে খোজ খবর নিতে দেখা গেছে। নির্বাচনকে ঘিরে উপজেলার প্রতিটি কিদ্যালয়ের এলাকা ছিল উৎসব মুখর। উপজেলা সদর চালনা পৌরসভার চালনা কেসি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চালনা এন সি ব্লুবার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়। চালনা কেসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে তৃতীয় শ্রেণীতে বারিরা বুশরা ভুইয়া ৯৪ ভোট এবং রায় উৎস ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। চতুর্থ শ্রেণীতে মৌমি বিশ্বাস ও শরিফুল ইসলাম যৌথ ভাবে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং পঞ্চম শ্রেণীতে তন্বী মজুমদার ৮২ ভোট ও মার্জু হাসান ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। এ ছাড়া পঞ্চম শ্রেণীর তমাল গোলদার ৬০ পেয়ে নির্বাচিত হয়েছে। অপরদিকে চালনা এনসি ব্লুবার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে তৃতীয় শ্রেণীতে মোহনা মন্ডল ও আমিরুল ইসলাম যৌথ ভাবে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। চতুর্থ শ্রেণীতে ফাগুন রায় ৭০ ভোট এবং নিয়ন মন্ডল ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। পঞ্চম শ্রেণীতে তনু শীল ৮২ ভোট এবং বিশাল মন্ডল ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। একই শ্রেণীর মহুয়া রায় ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।

 

Comments
Loading...