Connecting You with the Truth

গাবতলীতে ঘুর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

গাবতলী প্রতিনিধি, বগুড়া:
গত বুধবার বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসন আয়োজিত ঘুর্ণিঝড়ে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, এছাড়াও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আ. মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ, প্রকল্প অফিসার আ. রহিম, ইউনিয়ন চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা, নুরুন্নবী, রফিকুল ইসলাম রাঙ্গা, রবিন, আ. আজিজ, আ. মতিন মিঠু, গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, মডেল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
সব শেষে প্রধান অতিথি ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন।

Comments
Loading...