Connecting You with the Truth

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

nihoto 2কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এরা হলেন- চকরিয়ার উত্তর হারবাং কাঠালিপাড়ার মোনাফ মিয়া (৫০) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার ইন্দ্রজিত ওরফে জীবন বড়ুয়া (২২)। চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, চট্টগ্রামগামী মাইক্রোবাসটি হারবাং গয়ালমারা এলাকায় মোনাফ মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। “গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় কিছুদূর গিয়ে উল্টে যায়। এতে মাইক্রোবাস আরোহী ইন্দ্রজিতও মারা যান।” খবর পেয়ে পুলিশ গিয়ে মাইক্রোবাসটি জব্দ করে। লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।

Comments
Loading...