চট্টগ্রামে মাজারে দুইজনকে গলা কেটে হত্যা
চট্টগ্রামে এক মাজারে দুই জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে বায়েজিদ থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় ‘লেংটা মামুর মাজারে’ এই হত্যাকাণ্ডটি ঘটে। হত্যার কারণ জানা যায়নি। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শরীফুল ইসলাম এ তথ্য জানান।
নিহত একজনের নাম মো. কাদের (৩০)। অন্যজনের নাম জানা যায়নি। নিহতদের মধ্যে কাদের ওই মাজারের খাদেম বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা শরীফুল বলেন, মাজারে দুই জনকে গলা কাটা অবস্থায় পাওয়া গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর