চট্টগ্রাম নগরীতে চউক কর্ণফুলী মাকের্ট প্রহরী ছুরিকাহত
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনীর চউক কর্ণফুলী মার্কেটে ডাকাত দলের চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাহত হয়েছেন ওই মার্কেটের এক প্রহরী। সোমবার রাত আড়াইটার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। ওই প্রহরীর নাম আবদুস সাত্তার(৬০)। অাহত আবদুস সাত্তারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর ডবলমুরিং থানার উপ পরিদর্শক আশফাক রাজিব হাসান জানিয়েছেন, সোমবার গভীর রাতে চউক কর্ণফুলী মাকের্ট ওই বৃদ্ধ প্রহরী পাহারা দেওয়ার সময় একদল স্বঅস্ত্র ডাকাতদল মার্কেটে প্রবেশের চেষ্টা করলে প্রহরী আবদুস সাত্তার টের পেয়ে তাদেরকে বাঁধা প্রদান করে। কিন্তু ডাকার দল তাকে মারধর করে এবং তাকে উপেক্ষা করে মাকের্টে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় প্রহরী আবদুস সাত্তার চিৎকার চেঁচামেচি শুরু করলে ডাকাত দল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে সেখানকার স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। অাহত অবস্থায় ওই প্রহরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কা এখনও কাটেনি বলে জানান তিনি।
বাংলাদেশেরপত্র/এডি/আর