Connecting You with the Truth

চাকুরীতে নিয়োগ নিয়ে প্রার্থী ও এলাকার জনগনের সাথে স্কুল কমিটির বিরোধ অতঃপর স্কুলের অফিসের কক্ষে তালা

Haradighi High Schoolহায়দার ইমাম,  ক্রাইম রিপোর্টার, তেঁতুলিয়া:  গত রবিবার সকাল আনুমানিক ১০টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ৫নং ইউনিয়নের হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে পিয়ন পদে লোক নিয়োগ দেয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের কমিটির সাথে চাকুরীর প্রার্থী ও এলাকার জনগনের বিরোধের জের ধরে বিদ্যালয়ের অফিস ঘরে তালা লাগিয়ে দেয় এলাকার জনগন। এ ঘটনায় সারাদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সরজমিনে গিয়ে বিভিন্ন সূত্রে জানা যায় স্কুল কমিটি চাকুরী দেয়ার নাম করে প্রথমে চাকুরী প্রার্থী মো: আরিফুল ইসলাম এর নিকট হতে মোটা অংকের টাকা নেয়। পরবর্তী সময়ে নিয়োগ প্রদানে টালবাহানা করতে থাকে। পরে অন্য আরেক প্রার্থীর কাছ থেকেও কমিটি নিয়োগের জন্য টাকা নেয়। এ কথা জানাজানি হয়ে যাওয়ায় মো: আরিফল ইসলাম সহ এলাকার জনগনের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। কমিটির সভাপতির (ওহাব ফিল্ডম্যন) সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, নিয়োগ সংক্রান্ত কোনো চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয় নাই। প্রাথী এবং জনগন অযথাই ঝামেলা করছে বলে তিনি জানান। বিকাল ৫ টার মধ্যে বিষয়টির সমাধান হওয়ার কথা থাকলেও অত্র রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সালিশ বৈঠক অথবা কোনো সমাধান হয়নি বলে জানা যায়।

Comments
Loading...