চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা আ. নূরের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
চুনারুঘাট (হাবগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নূর মোহাম্মদপুর গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ নূরের বাড়ীতে আব্দুল মালেকের বসত ঘরে এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার গভীর রাতে মুক্তিযোদ্ধা আ. নূরের পুত্র আব্দুল মালেকের বসত ঘরের সাটারের তালা ভেঙ্গে একদল মুখোশধারী ডাকাতরা প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মী করে হাত-পা বেধে মারপিট করে ঘরে থাকা নগদ ৫ লক্ষ টাকা, ১০ বড়ি স্বর্ণালঙ্কার, বিদেশী ২/৩টি ম্যাগ লাইটসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে ডাকাতরা লুট করে পালিয়ে যায়। ডাকাতদের আক্রমণে গৃহকর্তা আব্দুল মালেকের স্ত্রী আলেয়া খাতুন, ছেলে সুজন মিয়া, লিটন মিয়া, শামীম মিয়া ও তার বড় ভাবী সায়েরা খাতুন, বড় বোন আছকিরা খাতুনকে ডাকাতরা বেধরক মারপিট করে। এতে গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। এ ব্যাপারে আব্দুল মালেক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।