জাকের মঞ্জিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ১ আহত ৭
সংবাদদাতা ,ভাঙ্গা ,ফরিদপুর ,রবিউল ইসলাম ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দরগা বাজার মোড়ে গত সোমবার রাত ৯:৩০ টার সময় একটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে ১ জন নিহত ও ৭ জন আহত হয়
স্থানীয় সুত্রে জানা যায় , সোমবার রাতে আটরশি জাকের মঞ্জিল থেকে একটি মাইক্রোবাস ফরিদপুরের ভাঙ্গা-সদরপুর সড়কের দরগা বাজার মোনাইর দরগা মোড় নামক স্থানে আসলে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ- ৫৪-৩৫৩ ) নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।এ সময় ঘটনা স্থলে ১ জন নিহত ও ৭ জন আহত হয়। নিহত মোঃ ফয়েজ আহমেদ (৩০) চাদঁপুরর সাহারাস্তি থানার বলশির হাজী বাড়ী গ্রামের আবু তাহেরের পুত্র। আহতদের ভাঙ্গা ও সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙ্গা থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান মাইক্রোবাসটি বিশ্ব জাকের মঞ্জিল আটরশি ওরস থেকে ফেরার পথে মোড় ঘুরার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।