Connecting You with the Truth

ঝিনাইদহে আয়কর মেলার উদ্বোধন

Jhenidah-income-tax-fair-opঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহে তিন দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মাওলানা ভাসানী সড়কের একটি ভবনে এ মেলার উদ্বোধন করা হয়।

খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আলতাফ হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি মীর নাসির উদ্দিন, আয়কর আইনজীবি সমিতির খন্দকার মাহবুব আলম প্রমুখ। এসময় আয়কর কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আগামী ২০ সেপ্টেম্বর শনিবার এ মেলা শেষ হবে।

বাংলাদেশেরপত্র /এডি/আর

Comments
Loading...