Connecting You with the Truth

টাঙ্গাইলে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

টাঙ্গাইল:  টাঙ্গাইলে জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উভয় পক্ষের আহত হয়েছেন আরো অন্তত ১৯ জন।

পুলিশ জানায়, দেলদুয়ার উপজেলার হিংগানগর চরপাড়া গ্রামের একটি মসজিদের জায়গা নিয়ে, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী গোধিয়াবাড়ি গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে আজ সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

Comments
Loading...